শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০১:২৮:০৬

যুবরাজ ও ব্রেট লির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রীতি

যুবরাজ ও ব্রেট লির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রীতি

বিনোদন ডেস্ক : অনেক আগের থেকেই খবর ছিল ক্রিকেটার যুবরাজ সিংয়ের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। এ নিয়ে বলিউডজুড়ে কম চর্চা হয়নি। এখনও থেমে থেমে এসব নিয়ে চর্চা হয়ে থাকে।

এদিকে সম্প্রতি মার্কিন ব্যবসায়ী জিন গুডএনাফকে বিয়ে করেছেন প্রীতি জিনতা।  তবে বিয়ের আগে ‘কোই মিল গয়া’ অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কালি খরচ হয়েছে সংবাদমাধ্যমে। প্রীতি উত্তরে কিছুই বলেননি। এবার তিনি খুল্লমখুল্লা প্রকাশ করলেন যুবি ও ব্রেট লি-র সঙ্গে তার সম্পর্কের কথা।

তবে বর্তমানে সে সম্পর্ক নিয়ে প্রীতি জিনতা যা বললেন, তাতে অবশেষে সত্যিটাই জানা গেল। এতদিনে তো প্রকাশ্যে আনলেন প্রীতি। যুবরাজ সিংহ ও ব্রেট লি-র সঙ্গে তার সম্পর্কের কথা ফাঁস করলেন নায়িকা।

কী বললেন প্রীতি? কিংগস ইলেভেন পঞ্জাব মালকিন বলছেন, ‘আমার সম্পর্কে মিডিয়ায় কত কিছু লেখা হয়েছে। সেই সব দেখে আমি অবাক হয়ে যেতাম। আমাকে জিজ্ঞাসা না-করেই আমার সঙ্গে অন্য কাউকে জড়িয়ে মিডিয়ায় লেখালেখি হয়েছে। সেগুলো আমি ভুলব না। যুবরাজ ও ব্রেট লিকে আমার সঙ্গে জড়ানো হয়েছে। ওরা আমার ভাই। রাখির দিন আমি ওদের সঙ্গে দেখা করি। ওদের হাতে রাখি পরিয়ে দিই।’
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে