বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ শুটিং সেটে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুুরের কালিয়কৈরে ‘সংকট’ নামের একটি নাটকের দৃশ্যধারণের সময় তিনি আহত হন।
২২ এপ্রিল থেকে নির্মাতা সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করছিলেন আজাদ আবুল কালাম ও রওনক হাসান। বর্তমানে নাটকটির দৃশ্যধারণ বন্ধ রয়েছে। এখন মৌসুমীকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ডাক্তার তার হাতে ৬টি সেলাই দিয়েছে। তিনি এখন বিশ্রামে আছেন।
এ বিষয়ে অভিনেতা রওনক হাসান জানিয়েছেন, ‘আজ সকাল থেকেই আমার ও মৌসুমীর দৃশ্যধারণ চলছিলো। এক পর্যায়ে আমি দৃশ্যের প্রয়োজনে তাকে হাত ধরে টান দেই কিন্ত মৌসুমীর হাতে থাকা চুরি ভেঙ্গে যায় এবং পাশে থাকা একটি বাঁশের আঘাতে তার হাত কেটে যায়। পরে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে এসেছি। তার হাতে ৬টা সেলাই করেছে। মৌসুমী এখন বিশ্রাম নিচ্ছে।’
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন