শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০৩:৪৯:৪৯

অঝোরে কাঁদলেন সালমান খান, কিন্তু কেন?

অঝোরে কাঁদলেন সালমান খান, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : সালমান খানের আগামী ছবি ‘সুলতান’। এখন চলছে এ ছবির শুটিং। তিনিও এখন দারুণ ব্যস্ত এ ছবির শুটিং নিয়ে। এ ছবি মুক্তি পাবে আগামী ঈদে। তাতে কি? ‘সুলতান’ যে এখনই দারুণ দারুণ সব আলোচনা সৃষ্টি করে চলেছে। যার ফলে ‘সুলতান’ নিয়ে আগ্রহের কমতি নেই সিনেমাপ্রেমিদের মাঝে।

এবার ‘সুলতান’-এর সেট থেকে পাওয়া গেল নতুন এক খবর। এই ফিল্মের কাজ করতে করতে দিন কয়েক আগে সালমান নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু কী এমন ঘটল যার জন্য কাঁদতে হল বলিউডের ভাইজানকে?

আসলে ‘সুলতান’-এর জন্য একটা গান গাইছেন মালমান। গান-এর নাম ‘জগ ঘুমিয়া’। গানে বলা হয়েছে এমন এক মানুষের কথা, যে সারা পৃথিবী পরিভ্রমণের পরেও কেবল নিজের একাকীত্বেই খুঁজে পায় শান্তি।

ফিল্মের প্রোডাকশন হাউজের সূত্রে জানা গিয়েছে, গানটি রেকর্ড করার পরেই নাকি ভীষণ ভাবুক হয়ে পড়েন সালমান। কিছুক্ষণ পরে দেখা যায়, সালমানের চোখে জল। তার পরেও বহুক্ষণ কারোর সঙ্গে কথা বলেননি সালমান।

সে সময়ে যারা তাকে কাছ থেকে দেখেছেন তাদের অনুমান, গানের কথাগুলো সম্ভবত গভীরভাবে স্পর্শ করেছিল তাকে। হয়তো গানে যে মানুষটির কথা বলা হয়েছে তার সঙ্গে কোথাও নিজের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন তিনি। সেই জন্যই কি চোখে জল এসে গেল তার? সালমানের তরফ থেকে এই প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে