বিনোদন ডেস্ক : আমরা সাধারণত ২ কি ৩ মিনিট অথবা বড়জোর ৪ মিনিটের ট্রেলার দেখে থাকি। আর একটি ছবির দৈর্ঘ্য হয় দেড়শ মিনিট থেকে শুরু করে পোনে দুইশ মিনিট। এটাই দেখে আসছি এতদিন। কিন্তু এখন যদি শোনেন একটি ট্রেলার মুক্তি পেয়েছে যার দৈর্ঘ্য ৭ ঘণ্টা ২০ মিনিট!
শুনতে অবাক লাগছে! মহাশয় কিচ্ছু করার নেই, কারণ এটাই সত্যি। তাহলে এবার একটু আন্দাজ করুন তো, ট্রেলার যদি হয় ৭ ঘণ্টা ২০ মিনিটের সেক্ষেত্রে ছবিটি হবে কত ঘণ্টার? হুম পারলেন না তো? তাহলে আরেকটু আবাক হওয়ার জন্য প্রস্তুত থাকুন।
দুই কিংবা তিন ঘণ্টা নয়, পুরোপুরি ৭২০ ঘণ্টার সিনেমা। হলিউডে তৈরি হচ্ছে এই ম্যারাথন সিনেমা। ছবির নাম ‘অ্যাম্বিয়েন্স’ যা দেখতে ঘণ্টা নয়, আপনার সময় লাগবে টানা একমাস। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমায় ৭ ঘণ্টার ২০ মিনিটের ‘ছোট্ট’ ট্রেলার।
‘অ্যাম্বিয়েন্স’ দু’জন মানুষের জীবনের কাহিনি। যাদের দেখা হয় সুইডেনের সমুদ্রতটে। তারপরই এগতে থাকে ছবির গল্প। সব থেকে বড় সিনেমা ছাড়াও এছবির বিশেষত হল, “ পুরো সিনেমার শুটিং হচ্ছে এক শটে। মানে কোনও কাট ছাড়াই তৈরি হচ্ছে ‘অ্যাম্বিয়েন্স’।
২০১৪ সালে মুক্তি পায় এই ছবির ৭২ মিনিটের টিজার। এবছর সামনে আসে ‘অ্যাম্বিয়েন্স’ ৭ ঘণ্টা ২০ মিনিটের ট্রেলার। নির্মাতারা জানাচ্ছেন, ২০১৮ সালে মুক্তি পাবে ৭২ ঘণ্টার দ্বিতীয় ট্রেলার। গোটা ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন