শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ১০:২০:৫০

বলতে পারেন, সানি লিওনের লেখা সেই বইটির নাম কি?

বলতে পারেন, সানি লিওনের লেখা সেই বইটির নাম কি?

বিনোদন ডেস্ক : বিতর্কিত একটি দুনিয়া থেকে বলিউড নায়িকা হয়ে ওঠা। এই যাত্রাপথে তার প্রথম সোপান ছিল টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস। এই শো-র মাধ্যমেই ভারতে এসেছিলেন তিনি। আর তারপর বলিউডে অভিষেক। এবার সেই বিগ বসের ঘরেই ফিরে গেলেন সানি।

সিনেমা অনেক হল। এবার বই লিখছেন সানি লিওন। প্রায় বারোটি ছোট গল্পের একটি বইও লিখে ফেলেছেনে তিনি। আর সেই বইটির নাম দিয়েছেন ‘সুইট ড্রিমস’। সানি জানিয়েছেন, লেখালেখির কথা গুরুত্ব দিয়ে কখনো না ভাবলেও তার মাথায় নানা সময় নানা আইডিয়া এসেছে। এই প্রথম দিনের আলো দেখতে চলেছে সেগুলো'।

তবে সানি যখন, গল্পগুলোয় একটু ‘ইরোটিক’ ছোঁয়া থাকা স্বাভাবিক। যে প্রকাশনা সংস্থা বইটি বার করছে, তাদেরও নাকি তেমনটাই চাহিদা ছিল। বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে নেন এক সময়ের বিতর্কিত ছবির এই অভিনেত্রী। এর মাস তিনেকের মধ্যেই লেখা হয় বারোটি গল্প। তবে এই গল্পগুলো সবই কাল্পনিক, এর মধ্যে তার জীবন খুঁজতে গেলে হতাশ হতে হবে বলে সানি আগে থেকেই সাবধান করে দিয়েছেন।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে