বিনোদন ডেস্ক : পৃথিবী কবে ধ্বংস হবে কেউ কি জানেন? না! কোনও কুইজ কনটেস্ট নয়। বরং প্রশ্নের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে এর উত্তর। কারণ প্রশ্নকর্তাই উত্তর বাতলে দিয়েছেন, আগামী ২৪ জুন নাকি ধ্বংস হতে পারে পৃথিবী।
সে দিনই কি পৃথিবীতে নেমে আসবে মহাপ্রলয়? যা ঠেকাতে মানুষ ব্যর্থ হবেন!
আসলে গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘ইনডিপেনডেন্স ডে: রিসারজেন্স’-এর অফিসিয়াল ট্রেলর। সেখানেই এই প্রশ্ন তুলেছেন পরিচালক। কারণ আগামী ২৪ জুনই মুক্তি পাবে ছবিটি। ভিনগ্রহীদের কাছে মানুষের আত্মসমর্পণের কাহিনি নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক। দুরন্ত গ্রাফিক্স, থ্রিডি টেকনোলজি যে ব্যবহার করা হয়েছে তা ট্রেলরেই স্পষ্ট।
২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস