রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ১১:৪৩:৪৭

বিচ্ছেদ পর্ব শেষ না করেই নতুন প্রেম

বিচ্ছেদ পর্ব শেষ না করেই নতুন প্রেম

বিনোদন ডেস্ক : ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে সংসার সাজান টালিগঞ্জের চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি।  তারপর তাদের ঘরে আসে একটি পুত্র সন্তান। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে বিচ্ছেদের পথে হাঁটছেন এ জুটি। এখন আবার শোনা যাচ্ছে, বিচ্ছেদের পর্ব শেষ না করেই নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, টলিউডে মডেল হিসেবে পরিচিত কিষাণের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাদের দুজনের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই জোড় গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়।  

ছবিতে দেখা যায়, কিষাণ, শ্রাবন্তী ও তার ছেলে অবিমন্য নৈশ্যভোজ করছেন। ক্যাপশনে কিষাণ লিখেছেন, ‘পরিবারের প্রিয় দুজন মানুষের সঙ্গে নৈশ্যভোজ।’ ছবিতে কিষাণ-শ্রাবন্তীকে দেখে ভক্তদের মনে যতটা না প্রশ্ন উঠেছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ক্যাপশন নিয়ে।  
 
কিষাণ এই ছবিটি শ্রাবন্তী ও তার ছেলে এবং তার বোন স্মিতা চ্যাটার্জিকে ট্যাগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রাবন্তীর ঘনিষ্ট একজন এ বিষয়ে বলেন, ‘তারা দুজন কিছু সময়ের জন্য একসঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলেন। এর বেশি কিছু আমি বলতে পারব না।’

আগামী মাসে শ্রাবন্তী ও রাজীবের আনুষ্ঠানিক ডিভোর্স হওয়ার কথা রয়েছে। এ নিয়ে এমনিতেই হতাশার মধ্যে দিন কাটছে শ্রাবন্তীর। তবে সেসব কাটিয়ে অভিনয়ে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন তিনি।
২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/ইব/পিন্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে