রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৭:২৫:৪৪

শহিদের সঙ্গে আপত্তি নেই : কারিনা

শহিদের সঙ্গে আপত্তি নেই : কারিনা

বিনোদন ডেস্ক : তারা সবাই পেশাদার অভিনেতা অভিনেত্রী। ব্যক্তিগত আবেগ কাজে বাধা দেবে কেন? প্রাক্তন প্রেমিক শহিদ কাপুরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এ কথা বললেন কারিনা কাপুর। শিগগিরই মুক্তি পাচ্ছে শহিদ- কারিনা জুটির নতুন ছবি ‘উড়তা পঞ্জাব’। সেখানে এক সঙ্গে পর্দায় অবশ্য দেখা যাবে না তাদের।

কিন্তু কারিনা জানিয়ে দিয়েছেন, শহিদের সঙ্গে ফের অভিনয়ে তার আপত্তি নেই। বরং ‘জব উই মেট’-এর নায়কের সঙ্গে কাজ করতে ভালই লাগবে তার। কারিনার কথায়, প্রেমের সম্পর্ক ভেঙে গেছে বলে এক সময়ের প্রেমিকদের সঙ্গে আর কাজ করা সম্ভব নয় বলে যে ধারণা চালু, সেটা বড্ড সেকেলে। পেশাদার অভিনেতা অভিনেত্রীদের এমনসব থাকা উচিত নয়। ব্যক্তিগত আবেগ কাজের জায়গায় আসবে কেন?

কারিনা এ কথা বললেও এক সময়ের প্রেমিক প্রেমিকারা পরেও এক সঙ্গে চুটিয়ে কাজ করছেন এমন নজির বলিউডে বিশেষ নেই। জন আব্রাহাম- বিপাশা বসুই হোক বা রণবীর কাপুর- ক্যাটরিনা কাইফ, সম্পর্ক ভেঙে যাওয়ার পর তারা কেউ সিনেমার পর্দাতেও গাঁটছড়া বাঁধতে রাজি হননি।
২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে