রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৭:৩৮:৫৯

সুলতানের গল্প তাহলে কি এটাই?

সুলতানের গল্প তাহলে কি এটাই?

বিনোদন ডেস্ক : সুলতানের মূল বিষয়বস্তু কুস্তি। এতদিন শুধু এই তথ্যটাই জানা ছিল। ছবিতে কুস্তিবিদ সুলতানের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের এক মাত্র ব্যাচেলর খান সালমান। কিন্তু সুলতান কেন হঠাৎ আখড়ায় উপস্থিত হলো? কেনই বা কুস্তি শুরু করল? একটি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই তথ্য।

সালমানের খানের চরিত্রটি নাকি এক ঘুষখোর গর্ভমেন্ট অফিসারের। সেই অফিসার শুধু টাকার জন্য কাজ করে। কিন্তু এমন কিছু ঘটে যার জন্য সে নিজেকে পালটে ফেলে। কুস্তির আখড়ায় যোগ দেয়। এবার কেন সে কুস্তিকেই বেছে নেয়, কী ঘটে তার জীবনে তা তো সুলতানেই দেখা যাবে। তবে শোনা যাচ্ছে কোনো এক শিশুর জন্যই নাকি নিজেকে পালটে ফেলে সেই অফিসার।

শোনা যাচ্ছে, সুলতানের গল্প নাকি এটাই। ছবিতে অানুশকা শর্মার ভূমিকাই বা কী, তাও এখনো জানা যায়নি। হয়তো পরের মাসে ট্রেলার বের হওয়ার পরই সে তথ্য সামনে আসবে। ছবিটি মুক্তি পাওয়ার কাথা রয়েছে আগামী ঈদে। সুলতান সিনেমাটি পরিচালনা করেছেন আলি আব্বাস জ়াফর।
২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে