বিনোদন ডেস্ক : চলমান আইপিএলে বলিউড কিং খান শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স অনেক ভালো অবস্থানে রয়েছে। দলের মালিক শাহরুখ খানকে প্রায় দেখা যায় মাঠে থেকে দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে। কিন্তু হঠাৎই শোনা গেলে শাহরুখ নাকি ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে! আরে না, একেবারে নয়। পরিবার নিয়ে ছুটি কাটানোর জন্য লন্ডন যাচ্ছেন তিনি।
কীভাবে কাজ ও পরিবার, একসঙ্গে দুটি-ই সামাল দিতে হয় খুবই ভালো জানেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর তাই ব্যস্ত সময়সূচীর মধ্যেই পরিবারকে সময় দিতে বিদেশে পাড়ি দিলেন তিনি। লন্ডনে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে ছুটি কাটাতে ছোট ছেলে আবরামের সঙ্গে রওনা দিয়েছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ছবি ‘ফ্যান’। ‘ফ্যান’-এর অপ্রত্যাশিত সাফল্যে খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে ‘রঈস’-এর শ্যুটিং। অন্যদিতে আবার চলছে আইপিএল। এরইমধ্যে পরিবারের জন্য সময় বের করে বেরিয়ে পড়লেন তিনি। প্রায় এক সপ্তাহ ছুটি কাটার প্ল্যান রয়ছে এই টুইটারে জানিয়েছেন শাহরুখ নিজেই।
নাইট রাইডার্স দলের সদস্যদের জন্য ‘ফ্যান’ ছবিটি দেখার সুবন্দোবস্ত করে দিয়েছিলেন শাহরুখ। তাদেরই উদ্দেশ্যে টুইটারে শাহরুখ লেখেন শীঘ্রই ফিরে এসে তাদের সঙ্গে দেখা করবেন তিনি।
২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই