বিনোদন ডেস্ক : কারিনা কাপুরের সঙ্গে শহিদ কাপুরের প্রেম ভেঙে যাওয়া নিয়ে কম তোলপাড় হয়নি। দু’জনেই এখন বিবাহিত। সুখেই সংসার করছেন কিন্তু স্বামী সাইফ আলি খান এবং সাবেক প্রেমিক শহিদ কাপুরকে ঠিক কী চোখে দেখেন সেই নিয়ে এবার মুখ খুললেন নবাব বেগম কারিনা।
স্ত্রীর সাবেক প্রেমিক সম্পর্কে বেশিরভাগ মানুষের ঠিক কী রকম মনোভাব থাকে? ৯০ শতাংশ মানুষ জাস্ট সহ্য করতে পারেন না স্ত্রীর অতীতের প্রেমকে। কথাবার্তা তো দূরে থাক, সামনা-সামনি পড়ে গেলে হাতাহাতিও হয়ে যেতে পারে। বলিউডে এমন ঘটনা বহুবার ঘটেছে।
কিন্তু সত্যিই ব্যতিক্রম সাইফ আলি খান। তিনি যদিও কারিনার সঙ্গে অর্জুন কাপুরের মেশামেশা খুব একটা ভাল চোখে দেখেননি। কিন্তু কারিনার সাবেক প্রেমিক শহিদকে তিনি বেশ পছন্দই করেন। এই কথাটি বলেছেন স্বয়ং সাইফের বেগম কারিনা।
সাইফের নাকি শাহিদকে বেশ ‘নাইস’ মনে হয় এবং দু’জনের মধ্যে কোনো শত্রুতাও নেই। সাইফ এবং শাহিদ দু’জনেই একসঙ্গে অভিনয় করছেন বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবি ‘রেঙ্গুন’-এ। ছবির সেটে নাকি শহিদ ও সাইফ বেশ গল্পটল্প করছেন বলে শোনা যাচ্ছে।
এসব নিয়ে কারিনার একটাই মত ‘এমনটা না হওয়ার তো কিছু নেই।’ বলি-তারকারাও হলিউড তারকাদের মতো সম্পর্ক নিয়ে কুল হলে বেশ ভালই।
২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই