বিনোদন ডেস্ক : মদ আর ড্রাগের নেশাই শেষ করেছে প্রত্যুষাকে। লক্ষ লক্ষ টাকার দেনার চাপ আর নিতে পারছিলেন না তিনি। মানসিক চাপ কাটাতে নেশা ধরেন। তারপর থেকে নেশাতেই ডুবে থাকতে শুরু করেন। এর প্রভাব পড়ে তার কাজেও। জানিয়েছেন প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিং।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, একাধিক বেসরকারি ব্যাঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন প্রত্যুষা। কাকার কাছ থেকে ধার করেছিলেন ৭ লক্ষ টাকা, বাকি ছিল ২৫ লক্ষ টাকার সার্ভিস ট্যাক্সও। সেগুলি মেটাতে না পারায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। একাধিকবার তাকে নাকি সতর্কও করেছিলেন রাহুল, তাতে কাজ হয়নি।
উল্টো মদ ও ড্রাগের নেশায় ডুবে গিয়েছিলেন প্রত্যুষা। ময়নাতদন্তের রিপোর্টও বলছে একই কথা। তার রক্তের নমুনায় ১৩৫ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গিয়েছে। যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এতটা অ্যালকোহল গ্রহণ করলে মানসিক ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। যার জেরে আত্মহত্যার মতো চরম পদক্ষেপও নিতে পারে নেশাগ্রস্ত ব্যক্তি।
২৫ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস