বিনোদন ডেস্ক : টালিগঞ্জে বর্তমান সময়ে সব থেকে বেশি জনপ্রিয় নায়ক জিৎ ও দেব। এই দুই অভিনেতার ছবি মুক্তি পাবে এমন অপেক্ষায় মুখিয়ে থাকেন তাদের ভক্ত অনুরাগিরা। অনেকেই মনে করেন এই দুই অভিনেতার মধ্যে নিয়মিতই প্রতিযোগিতা চলে। আবার এ নিয়ে তাদের ভক্তদের মধ্যেও দেখা যায় বিভক্তি। তর্ক হয় জিৎ না দেব, কে বেশি জনপ্রিয়?
এদিকে টালিগঞ্জের বক্স অফিস বলছে জিৎ ও দেব, এ দু'জনের ছবি মানেই একটা উৎসব উৎসব ইমেজ। হল মালিকরাও বেশ নির্ভার থাকে তাদের ছবিতে। তাই অন্যদের তুলনায় এই দুইজনের ছবির চাহিদাটা একটু আলাদা।
এদিকে ভক্তরা জিৎ আর দেবকে যতই প্রতিযোগি মনে করুক না কেন, তারা দুজন কিন্তু দারুণ বন্ধু। এক সাথে বসলে জম্পেশ আডাও দিয়ে থাকেন। জমে উঠে খাবার নিয়ে দারুণ সব রসালো কথা।
এদিকে, ‘দুই পৃথীবি’ নামে একটি চলচ্চিত্রে এই দুজনকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলেও পরবর্তীতে আর তাদের একসাথে দেখা যায়নি। তবে প্রায় সময় তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা পাওয়া যায়। তবে সেটি বেশি একটা না, কালেভদ্রে।
এই তো গেলো পুজোতে মুনমুন সেনের পরিচালনায় আর আনন্দ প্লাসের পুজোর অনুষ্ঠানে দেব ও জিৎকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারা নেচেছেন, একসঙ্গে ফুটোশ্যুট করেছেন।
তবে এটুকু নিশ্চি করে বলা যেতে পারে জিৎ আর দেব কেউ কাউকে কখনোই প্রতিদ্বন্দ্বি মনে করেন না। তাদের ফ্যানরা মনে করলেও তারা বেশ ভালো বন্ধু। তবে তাদের ভক্তরা এবার ঠিক করে বলুক জিৎ না দেব? কে বেশি জনপ্রিয়?
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন