সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৯:৩৭:৩৮

পূর্ণিমার সাথে ‘গোপনে’ মিলন

পূর্ণিমার সাথে ‘গোপনে’ মিলন

বিনোদন ডেস্ক : আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। সম্প্রতি তিনি ‘বন্ধ দরজা’ শিরোনামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও ছোটপর্দার জন্য নাটকেও কাজ করছেন তিনি।

গতকাল রোববার উত্তরার একটি বাড়িতে দেখা গেলো বাসার নিচের লন থেকে গাড়িতে উঠছেন মিলন। আর দোতলার বারান্দা থেকে হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছেন পূর্ণিমা। ‘গোপন’ শিরোনামের নাটকের এমন একটি দৃশ্যে অংশ নেন পূর্ণিমা। এখানে তিনি মিলনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন।

পূর্ণিমা বললেন, ‘আনিসুর রহমান মিলনের সঙ্গে আমার এর আগেও কাজ করা হয়েছে। তাই কাজ করে ভালো লাগছে। আর গল্পটিও অন্য রকম।’  গোপন নাটকটি নির্মাণ করছেন তপু খান। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।

নাটকটি নিয়ে আনিসুর রহমান মিলনের দারুণ ভালো লাগা কাজ করছে। বললেন, ‘একজন নারীর মানসিক সমস্যা নিয়ে এ গল্প, যা হয়তো অনেক মেয়েই পুষে রাখেন নিজের ভেতর। আর পূর্ণিমার সঙ্গে আমার অনেক কাজ করা হয়েছে। এ কারণে আমাদের বোঝাপড়াটাও বেশ ভালো।’

মিলন ও পূর্ণিমার সঙ্গে এ নাটকে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, নাবিলা, টুটুল চৌধুরী। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চলবে নাটকটির শুটিং।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে