সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ১০:৪৭:০৭

শাহরুখকে টেক্কা দিবেন সালমান খান, আপনিও কি মনে করেন তাই?

শাহরুখকে টেক্কা দিবেন সালমান খান, আপনিও কি মনে করেন তাই?

বিনোদন ডেস্ক :  আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘রইস’ ও সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিটি। এ নিয়ে দুই অভিনেতার ভক্তদের মধ্যে এখনই শুরু হয়েছে জোরদার বিতর্ক।

শাহরুখ খানের ভক্তরা বলছেন, শাহরখানই সেরা। আর সালমানের ভক্তরা বলছেন, সালমান খান সেরা। আবার চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, এবার শাহরুখ খানকে টেক্কা দিতে পারেন ভাইজান সালমান। আসলে কে কাকে টেক্কা দিবেন? তা নির্ণনয় করা যাবে আগামী ঈদে। কিন্তু এর আগেই তাদের দুই ছবি নিয়ে জমে উঠেছে নানা আলোচনা।

এদিকে বলিউডে শাহরুখ ও সালমানের অভিনয়ে মাত করেছেন দর্শকদের। কিন্তু বর্তমান সময়ে যা পরিস্থিতি তাতে বিতর্ক যেন পিছু ছাড়ছে না এসআরকে'র। কিছুদিন আগেই অসহিষ্ণুতা প্রসঙ্গ নিয়ে বিস্তর সমস্যায় জড়িয়ে পড়েছিলেন তিনি।

শুধু বিতর্ক নয়, তার অভিনীত ছবিগুলিও বক্সঅফিসে অন্য বারের মতো কামাল দেখাতে ব্যর্থ হয়েছে। প্রথমে ‘দিলওয়ালে’ আর তারপর ‘ফ্যান’। দর্শকদের মন কাড়তে কোথাও যেন ব্যর্থ হয়েছেন বাদশা। এমনভাবে চলতে থাকলে তিনি হেরে যাবেন সালমানের কাছে, এমনটাই মনে করছেন এখন অনেকে।

অথচ বিগত বছরগুলোতে একের পর আকে হিট ও ব্যবসা সফল ছবি উপহার দিয়ে এসেছেন শাহরুখ খান। তবে সাম্প্রতিক সময়ে তার থেকে কিছুটা যেন পিছিয়ে এসেছেন শাহরুখ। এখন আর তিনি তেমন একটা হিট দিতে পারছেন না। ছুঁয়ে যেতে পারছেন না দর্শক হৃদয়।

না, একথা কিন্তু আমরা বলিনি। বলছেন পরিচালক রামগোপাল ভর্মা। সম্প্রতি তিনি শাহরুখ এবং সালমানকে নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন। তাতেই তিনি বলেছেন, শাহরুখ যদি দিলওয়ালে আর ফ্যান-এর মতো ছবিতে অভিনয় করেন তবে তিনি দর্শকদের আশাহত করবেন।

পাশাপাশি শাহরুখ তার আগামী ছবিতে বামনের চরিত্রে অভিনয় করবেন। এই চরিত্রটিও তার কেরিয়ারের একটি ভুল সিদ্ধান্ত বলে মনে করেন রামু। এহেন পরিস্থিতিতে সালমান খুব সহজেই শাহরুখকে জনপ্রিয়তা এবং অভিনয়ের নিরিখে টেক্কা দেবেন। এমনটাই মনে করেছেন রামু।

এদিকে আগামী ঈদেই নাকি প্রমাণ পাওয়া যাবে যে, শাহরুখকে টেক্কা দিয়ে সুলতান নিয়ে অনেক দূর চলে যাবেন সালমান। এমনটা এখন চলচ্চিত্র বিশ্লেষকরাই মনে করছেন। আসলে কি হয়? তা দেখার জন্য আগামী ঈদ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে