বিনোদন ডেস্ক : ক'দিন আগেই খবর বের হয়েছিল সালমান খানের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা পাডুকোন। আর সে ছবিটি পরিচালনা করবেন ‘বাজরাঙ্গি ভাইজান’-এর পরিচালক কবীর খান। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন খবর।
বলা হচ্ছে দীপিকা নয় কবির খানের নতুন ছবিতে সালমানের বিপরীতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে। বলিউডে ইদানিং কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। অথচ ক'দিন আগেই রটেছিল, দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে চলছেন ভাইজান।
এদিকে নির্মাতা কবীর খান নিজেই বলে দিয়েছেন, তার আগামী ছবিতে দীপিকা পাডুকোন থাকছেন না। তাহলে কে থাকছেন? এমন খবরও তিনি নিশ্চিত করেননি।
এদিকে রণবীরের সঙ্গে ব্রেক আপের পর ফের সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে ক্যাটরিনা কাইফের। দু'জনে একসঙ্গে অনেক সময় কাটাচ্ছেন। শোনা যাচ্ছে, বলিউডের দাবাং স্টার নাকি চান কবিরের ছবি দিয়েই ফের বলিউডে নিজের হারানো জমি পুনরুদ্ধার করুক প্রাক্তন প্রেমিকা।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন