সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০১:৫৮:০১

শেষ পর্যন্ত কি বিয়েটা সেরেই ফেলেছেন সালমান খান?

শেষ পর্যন্ত কি বিয়েটা সেরেই ফেলেছেন সালমান খান?

বিনোদন ডেস্ক : সালমান খানের বিয়ে নিয়ে যেন তাব্ৎ দুনিয়ার ঘুম হারাম হয়ে গেছে। ৫০ পেরিয়ে গেছে, এখনও কেন বিয়ে করছেন না। কবে বিয়ে করবেন, এমন সব প্রশ্ন তাড়া করে ফিরছে সালমান ভক্ত অনুরাগিসহ সমালোচকদের।

মাঝে একবার খবর রটেছিলো সালমান খান নাকি গোপনে লুলিয়া ভান্তুরের সাথে গোপনে বাগদান সেরে ফেলেছেন। এমন খবর চাউড় হওয়ার পর সালমান খান এ নিয়ে কোন কথা না বললেও তার বোন অর্পিতা বাগদানের খবরটিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।

এদিকে নতুন করে আবারও প্রশ্ন উঠেছে, রোমানিয়ার টিভি প্রেজেন্টার লুলিয়া ভান্তুরের সঙ্গে কি বাগদান সেরে ফেলেছেন সালমান খান? যদিও এখন পর্যন্ত দু’জনেই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে ইতিউতি দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। এমনকী সালমানের বাড়িতে লুলিয়াকে দেখা গিয়েছে কয়েকবার।

মাসদুয়েক আগেই দু’জনকে একসঙ্গে দুবাইয়ের একটি গয়নার দোকানে দেখা গিয়েছিল। বাগদানের কথা তখনই ছড়ায় চতুর্দিকে। এবার ফের বাগদানের খবরে সরগরম বলিউড। ‘সুলতান’-এর সেটে দু’জনকে একসঙ্গে দেখা যাচ্ছে নিয়মিত। সর্বত্র যাচ্ছেন, খোশমেজাজে গল্প করছেন, ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন।

তবে সবথেকে বড় গুঞ্জন ছড়িয়েছে সালমানের হাতের আঙটি নিয়ে। তার ডানহাতের অনামিকায় একটি চকচকে আংটি দেখা যাচ্ছে আজকাল। কোত্থেকে এল? এ নিয়ে বলিউডে চলছে জোর জল্পনা।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে