সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৩:২৪:২৫

একবছর আগেই বিয়ে হয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়ার

একবছর আগেই বিয়ে হয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়ার

বিনোদন ডেস্ক : একবছর আগেই বিয়ে করেছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়া আফরিন মিম। গত বছর ২৮শে এপ্রিল পারিবারিক আয়োজনে বিয়ে হয় তার। পাত্রের নাম সাফায়েত আলী চয়ন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত তিনি। অবশ্য গাঁটছড়া বাঁধার আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে চয়নের সঙ্গে পরিচয় হয় নাদিয়ার। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ প্রসঙ্গে নাদিয়া বলেন, আমাদের সম্পর্কটা প্রতিযোগিতা চলাকালীন থেকেই। গত বছরই বিয়ে হয়েছিল। যেহেতু কোনো অনুষ্ঠান করা হয়নি তাই কাউকে জানানো হয়নি। তবে কাছের মানুষরা অনেকেই জানেন। আর বিয়ে নিয়ে তো লুকোচুরির কিছু নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এদিকে আগামী ৩০শে এপ্রিল নাদিয়া ও চয়নের বিবাহোত্তর সংবর্ধনা। এতে দুই পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়স্বজনরা উপস্থিত থাকবেন।
২৫ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/ইব/প্রিন্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে