বিনোদন ডেস্ক : খুব সখ করেই ছবি প্রযোজনায় এসেছিলেন। ছবিও বানালেন। কিন্তু ছবি মুক্তির আগেই ঘটলো বিপত্তি। মানে ছবি রিলিজ পাওয়ার আগেই আত্মহত্যা করলেন ছবির প্রযোজক অজয় কৃষ্ণ। তিনি তার ছবির প্রিভিউ দেখার পরেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং আত্মহত্যা করেন।
জানা গেছে, মালয়লম ছবি প্রযোজনায় নেমেছিলেন অজয় কৃষ্ণন। তার প্রথম ছবি ‘অভরুদে রাভুকল’-এর প্রিভিউ দেখার পরেই আত্মহত্যা করেন তিনি। শোনা গিয়েছে যে এই ছবিতে তার অনেক টাকা লগ্নি হয়েছিল এবং ছবি হিট না হলে ভরাডুবি হওয়ার প্রবল সম্ভাবনা।
এখনও পর্যন্ত শোনা গিয়েছে এই আশঙ্কাতেই আত্মঘাতী হয়েছেন অজয়। এই ছবিতে তিনি ৪ কোটি টাকা লগ্নি করেছিলেন। এর আগে থেকেই টাকার সমস্যায় ছিলেন তিনি। সম্ভবত এই ছবিতে লগ্নি করে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু ছবির প্রিভিউ দেখার পরে তার আশাভঙ্গ হওয়ায় তিনি আত্মহননের পথ বেছে নেন বলেই পুলিশের ধারণা।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন