বিনোদন ডেস্ক : বলিউডে 'অ্যাডাল্ট কমেডি' সিনেমায় অভিনয়ের বিষয়ে যথেষ্ট আপত্তি আছে নার্গিস ফাখরির। সম্প্রতি গণমাধ্যমকে এ কথা জানিয়েছন পাকিস্তানি বংশোদ্ভূত মডেল ও বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।
নার্গিসের পরবর্তী ছবি ‘হাউসফুল থ্রি’। ওই সিনেমার কথা বলতে গিয়ে ভারতীয় সিনেমার ব্যাপারে এ মন্তব্য করেন তিনি।
নার্গিস বলেন, ইংরেজি অ্যাডাল্ট কমেডির বেশ জনপ্রিয়তা আছে, যা হিন্দির ক্ষেত্রে খুবই কম। তবে অ্যাডাল্ট কমেডিতে কোনোদিন কাজ করব না। ওই ধরনের ছবি করতে অস্বস্তি লাগে আমার। ওসবের মধ্যে আমি নেই।
তিনি বলেন, আমেরিকার মতো দেশে ব্যাপারটা অনেক সহজ। হলিউডে এ ধরনের ছবিতে কাজ করলেও করতে পারি। কিন্তু এখানে একদমই নয়। তাই ওসবের মধ্যে আমি নেই।
মডেলিং দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে শোবিজ ক্যারিয়ার শুরু করেন নার্গিস ফাখরি।
পাকিস্তানি বাবা ও চেক মায়ের সন্তান নার্গিস ২০১১ সালে ইমতিয়াজ আলী পরিচালিত ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। সূত্র : হিন্দুস্তান টাইমস
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম