বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে নিজের ছবি ভক্তদের উপহার দিলেন হৃত্বিক রোশন। ক্যামেরার পিছনে দাঁড়িয়ে ছবিটি যখন তুলেছেন তখন তিনি শিশু। ছবি প্রসঙ্গে তিনি টুইটারে জানিয়েছেন “কি মিষ্টি এই ছবি, ছেলেবেলার এক মিষ্টি মুহূর্ত, তার মতে সব অভিনেতার মধ্যেই একজন বচ্চন রয়েছেন। সব তারকাই কখনো না কখনো তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। তাই নয় কি?”
তাই “পিকুর” এই ৭৩ বছরের অভিনেতার সাথে মিষ্টি এক “ফ্যান মোমেন্ট” প্রকাশ করতে পেরে তিনি উচ্ছ্বসিত। এর আগেও “ব্যাং ব্যাং” সিনেমার এই নায়ক, মেগাষ্টার অমিতাভ বচ্চনের সাথে “কাভি খুশি কাভি গম সিনেমায় ও লখস”-এ অভিনয় করেছেন। বতর্মানে সিন্ধু সভ্যতার কাহিনি নিয়ে তৈরী “মহেঞ্জোদড়ো” সিনেমার শুটিং-এ ব্যস্ত হৃত্বিক। চলতি বছরের আগস্ট মাসে সিনেমাটি রিলিজ হবে।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই