বিনোদন ডেস্ক : অলিম্পিক্স-এর গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন সালমান খান। কিন্তু এবারের আক্রমণটা বোধহয় চরম!
সালমান খানের দোষই বা কী! অথচ, একের পর এক আক্রমণে বিদ্ধ হচ্ছেন তিনি। তাকে অলিম্পিক্সের গুডউইল অ্যাম্বাসাডর নিয়োগ করেছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা।
তার পরেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন ক্রীড়াবিদরা। মিলখা সিংহ, ধনরাজ পিল্লাই, যোগেশ্বর দত্ত-র মতো অলিম্পিয়ানরা ক্ষোভে ফেটে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়।
তবে এবারের আক্রমণটা বোধহয় প্রত্যাশিত ছিল না। সালমান খানকে ব্যান করার ডাক দিলেন ঐশ্বরিয়া রাই!
তবে বলে রাখা যাক, ইনি অভিষেক বচ্চনের ঘরণী নন। নিতান্তই তিনি ভারতের এক আম-নাগরিক। ঘটনাচক্রে যার নামের সঙ্গে নায়িকার নামের মিল রয়েছে।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই