বিনোদন ডেস্ক : এবার মুক্তি পেল হাউজ়ফুল ৩-এর ট্রেলার। তবে আগের মতো এই ট্রেলারেও হাসির খোরাক রয়েছে। কিন্তু সেরক দমফাটা হাসি হয়তো নাও পাওয়া যেতে পারে হাউজ়ফুল ৩ থেকে। ট্রেলার তেমনই আভাস দিচ্ছে।
পৃথিবীকে কি এমন কোনো বাবা আছেন যিনি মেয়ের বিয়ে দিতে চান না? বটুক প্যাটেল কিন্তু এমনই এক বাবা। তার তিন মেয়ে আছে। তাদের বয়ফ্রেন্ডও আছে। কিন্তু তা থাকুক, তবুও কারোরই বিয়ে দিতে চায় না বটুক।
শেষ পর্যন্ত শুরু হয় বিয়ের জন্য প্রস্তুতি। একজন অন্ধ, একজন বোবা, আর একজন পঙ্গু সেজে আসে বটুক প্যাটেলের সঙ্গে দেখা করতে।
যদিওবা বটুক কখনো বিয়েতে মত দেয়, দেখা গিয়েছে আবার কেউ এসে সেটি ভেস্তে দেয়। বলে টাকা না দিলে এ বিয়ে হবে না। তারপর আর কি শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যায়? সেটা অবশ্য সিনেমায়।
ছবির কিছু কিছু সংলাপ হাসির খোরাক জোগাবে সন্দেহ নেই। কিন্তু সম্পূর্ণ ছবি কমেডি হিসেবে ভালো মার্কস পাবে কিনা, তার হিসেব হবে বক্স অফিসেই।
ছবিতে অভিনয় করছেন অক্ষয কুমার, রীতেশ দেশমুখ, অভিশেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফখরি, লিজা হেডেন, বোমান ইরানি, চাঙ্কি পান্ডে ও জ্যাকি শ্রফ। ছবিটি পরিচালনা করছেন সাজিদ-ফারহাদ।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই