বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রত্যুষা বন্দোপাধ্যায়ের মৃত্যুরহস্য ঘিরে সামনে এল নতুন তথ্য৷ সোমবার আদালতে এই মামলা চলাকালীন প্রত্যুষা এবং রাহুলের টেলিফোনের কথা শোনেন বিচারপতি মৃদুলা ভাটকর৷ রাহুলকে বলে যাওয়া প্রত্যুষার শেষ কথাগুলি শোনেন তিনি৷
টেলিফোনিক কথোপকথনে প্রত্যুষার শেষ মুহূর্তের কথা শোনা গেছে৷
ফোনে প্রত্যুষা রাহুলকে বলেছিলেন, 'প্রতারক! তুমি আমায় ঠকিয়েছ৷ আমার মা-বাবার থেকে আমাকে আলাদা করে দিয়েছ৷ এবার দেখো আমি কী করতে চলেছি৷'
এই কথার পরিপ্রেক্ষিতে রাহুল তাঁকে এমন কথা বলার কারণ জিজ্ঞাসা করেন এবং তাঁকে শান্ত থাকতে বলেন৷ রাহুল তাঁকে বলেন, 'আমি রাস্তায় আছি৷ একটু পরেই বাড়ি আসছি৷ ফিরে কথা বলব৷ তুমি ততক্ষণ কিছু কোরো না৷ অপেক্ষা কর৷'
এই ছিল প্রত্যুষার শেষ কথা৷ এরপরই তাঁর আত্মহত্যার খবর প্রকাশ্যে আসে৷
এতেই শেষ নয়৷ শোনা গেছে প্রত্যুষার জীবন নিয়ে সিনেমা বানানোর কথাও চলছে বলিউডে৷ এটি রটনা না ঘটনা, তা অবশ্য এখনও জানা যায়নি৷-কালের কন্ঠ
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ