বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ১২:২০:০০

জিৎ এর সাথে আমার কোন ঝামেলা নেই : ফারিয়া

জিৎ এর সাথে আমার কোন ঝামেলা নেই : ফারিয়া

বিনোদন ডেস্ক :  ক’দিন আগে খবর বের হয়েছিল কলকাতার জিৎয়ের সাথে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার মধ্যে কোন ঝামেলা হয় তো চলছে। আর এ জন্য ঢাকায় ‘বাদশা’ ছবির শুটিংয়ে এসেও ফারিয়ার সাথে কোন দৃশ্যে অংশ নেননি তিনি। আবার কলকাতাতেও সময় দিচ্ছেন না।

এদিকে এমন খবর যখন চারিদিকে চাউড় হয়, তখন এ নিয়ে মুখ খুলেছেন ফারিয়া। তিনি দাবী করেছেন, তার সাথে জিৎ-এর কোন ঝামেলা নেই। সম্পর্ক তাদের স্বাভাকি আছে। একটি দৈনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ফারিয়া।

ফারিয়া জানান, ‘বাদশা’ ছবির গানের দৃশ্যের কাজে কলকাতা থেকে এসে লন্ডনে যেতে হবে তাকে। তিনি বলেন, এর মধ্যে বাকি কাজ শেষ করছি আমরা। জিৎ এর সঙ্গে এখনও অভিনয় করলেও নাচের দৃশ্যে কাজ করা হয়নি। এজন্য অবশ্য আমাদের রিহার্সেলও করতে হবে।

জিৎ-এর সাথে ঝামেলা প্রসঙ্গে ফারিয়া বলেছেন, জিৎ অনেক সহযোগিতা করেছেন আমাকে এ ছবিতে। প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রতিটি দৃশ্য করার আগে একাধিকবার আমাকে রিহার্সেল করতে হয়েছে। আর এ ব্যাপারে তার মধ্যে কোনো বিরক্তিভাব দেখিনি। ঝামেলা নিয়ে যারা কথা বলেছেন তারা একদমই ঠিক বলেননি।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে