বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০১:০২:৩০

চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন নায়িকা!

চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন নায়িকা!

বিনোদন ডেস্ক : চোর সন্দেহে পুলিশের হাতে আটক হয়েছেন ভারতের উঠতি এক নায়িকা। অনাহার থেকে বাঁচার জন্য চুরি করার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানতে পেরেছে‚ অনাহারে‚ বিনা আশ্রয়ে ওই তরুণীর অবস্থা এখন উন্মাদিনীপ্রায়। তার নাম মিতালি শর্মা। মুম্বাই পুলিশ তাকে ভর্তি করেছে মানসিক হাসপাতালে।

পুলিশ জানিয়েছেন, মুম্বাইয়ের লোখণ্ডওয়ালায় এক বিশাল হাউজিং সোসাইটির সামনে মিতালিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখা যায়। অভিযোগ‚ পরে তাকে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করতে দেখা যায়। পুলিশ তাকে গ্রেফতার করতে এলে মিতালি হামলা চালান মহিলা পুলিশদের উপরে। কামড়েও দেন পুলিশের গায়। এরপর অনেক ধস্ত্ধস্তির পরে তাকে বশে আনতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানিয়েছেন, আটকের পরে পুলিশের কাছে খেতে চান ওই অভিনেত্রী। মুম্বাই পুলিশের ধারণা‚ বেশ কয়েকদিন ধরেই অভূক্ত বছর পঁচিশের এই তরুণী। তিনি কবে কিভাবে মুম্বাই গেছেন সে নিয়েও কিছু জানা যায়নি। বেশ কয়েকদিন ধরে মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় তিনি ঘুরছেন বলে ধারণা পুলিশের।

মিতালি পুলিশকে জানিয়েছেন তিনি আদতে দিল্লিরে মেয়ে। ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। তারপর ভোজপুরি সিনেমার নায়িকা। কিন্তু বেশিদিন ভালো গেল না ক্যারিয়ারের ছবি। একসময় সব মুখ থুবড়ে পড়ল। কাজ কমতে লাগল মিতালির। রঙিন ইন্ডাস্ট্রি মুখ ফিরিয়ে নিল। কর্মহীন হয়ে পড়লেন মিতালি।

পাশে দাঁড়ালেন না মা-বাবাও। অভিনয়ের পেশায় আসার জন্য মেয়ের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এবার ক্যারিয়ার ডুবতে বসায় তারা পরিত্যাগ করেন মিতালিকে। উদ্ধার করার পরে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। চিকিৎসক জানিয়েছেন‚ অন্তত দশ দিন সময় লাগবে মিতালির স্বাভাবিক হতে। তারপর পুলিশ মিতালি শর্মার সঙ্গে বিশদ কথা বলবে।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে