বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান অভিনীতি ‘ফ্যান’ ছবিটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার ‘রইস’ সিনেমা। এছাড়া তিনি কাজ শুরু করতে যাচ্ছেন বামনের চরিত্রে। এবারই প্রথম তিনি এমন একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
এদিকে নতুন খবর হচ্ছে এই ছবির চরিত্রের জন্য তাকে তিন ফুট এক ইঞ্চির হতে হবে! অবাক হচ্ছেন! হবারই কথা। সেই সাথে ভাবছেন এ আবার কি করে সম্ভব? সম্ভব না হলেও চরিত্রের স্বার্থে এটাকেই সম্ভব করতে হবে।
‘তনু ওয়েডস মনু’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ও ‘রাঞ্ঝানা’ নির্মাতা আনন্দ এল রাই এ ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করবেন। আর সেখানেই বামন চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
এ সম্পর্কে আনন্দ এল রাই বলেছেন, হ্যাঁ, শাহরুখ বামনের চরিত্রে অভিনয় করবেন। সে এবং আমি কাজ শুরু করব। আমরা এখন চিত্রনাট্যের কাজ করছি। তার সাথে বসলেই বোঝা যাবে অভিজ্ঞতাকে কেউ টেক্কা দিতে পারে না। শাহরুখ একজন অভিজ্ঞ ব্যক্তি। সে জীবনকে শুধু অভিনেতা হিসেবে নয় মানুষ হিসেবেও দেখেছেন।
ছবি সম্পর্কে আনন্দ বলেছেন, ছবিতে একজন তিন ফুট এক ইঞ্চি বামনের জীবনের চিত্র উঠে আসবে।
আর এই চরিত্রের জন্য শাহরুখই ঠিক আছেন বলে মনে করেন নির্মাতা। তার ভাষায়, এই চরিত্রের জন্য শাহরুখ একদম সঠিক। কেননা, সাধারণত্বকে তার চেয়ে বেশি কেউ বুঝবে না। আমার এমন কাউকে প্রয়োজন ছিল যে অনেক বেশি আত্মবিশ্বাসী ও নিশ্চিত। সে এমন একজন মানুষ যে তার হৃদয় ও আত্মা চরিত্রের মধ্যে ঢেলে দেয়।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন