বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৫:৩১:০৪

সরাসরি ভক্তের প্রেম প্রস্তাবে যে উত্তর দিলেন অক্ষয় কুমারের সুন্দরী বউ টুইঙ্কল

সরাসরি ভক্তের প্রেম প্রস্তাবে যে উত্তর দিলেন অক্ষয় কুমারের সুন্দরী বউ টুইঙ্কল

বিনোদন ডেস্ক : টুইঙ্কল খান্না একসময় দারুণভাবে যার উপস্থিতি ছিল বলিউডের বড় পর্দায়। এই তারকার সৌন্দর্যে মাত ছিলো সিনেপ্রেমীরা। অসম্ভব সুন্দরের অধিকারী এই অভিনেত্রী দীর্ঘদিন হয় পর্দায় নেই। তাতে কি? তার ভক্ত ও অনুরাগিদের কাছাকাছি তিনি থাকেন সব সময়ই।

সোশ্যাল মিডিয়াতে নিয়িমিতই এই অভিনেত্রীর পদচারণা। আড্ডা দেন ভক্ত অনুরাগিদের সাথে। ভক্তরাও তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত। প্রিয় তারকার সাথে দারুণ দারুণ সব আড্ডা দিয়ে থাকেন ভক্তরাও। সম্প্রতি টুইঙ্কল খান্নার এক ভক্ত তাকে প্রকাশ্যেই প্রেমের প্রস্তাব দিয়ে বসলেন!

পাঠক এবার আন্দাজ করেন তো, ভক্তর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে কি উত্তর দিতে পারেন এই সুন্দরী নায়িকা? রেগে-মেগে একদম আগুন? নাকি দু'চারখান গালি তিনি দিলেন ভক্তকে? বেশ। তবে ব্যাপারটা ক্লিয়ার করেই দিচ্ছি।

জানা গেছে, টুইঙ্কল খান্নার এক ভক্ত প্রেমিক টুইটারে প্রেম থুড়ি 'হৃদয়' নিবেদন করেছেনতাকে। এহেন প্রেমের প্রস্তাব পেয়ে বেশ খুশি টুইঙ্কলও। তিনি বেশ স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন তার ওই প্রেমিককে।

টুইঙ্কল ভক্তের নাম অঙ্কিত ভার্সনে। তিনি টুইঙ্কলকে টুইট করে বলেন, 'ম্যাডাম যদিও আমি কোনও অরগ্যান ডোনার নই তবুও আমার হৃদয় আপনাকে দিলাম।'

এমন 'ফানি' প্রেমের প্রস্তাবের তেমনই 'ফানি' জবাবই দিলেন মিসেস ফানিবোনস। লেখেন, 'আপনার উপহা্রের জন্য ধন্যবাদ। এর রিটার্ন গিফট হিসেবে আমার স্বামী আপনাকে একটা বক্স পাঠাতে পারেন যদিও তিনি প্যান্ডোরা নন।'
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে