বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৭:২১:২২

মঞ্চেই ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভ ঝাড়লেন প্রিয়াঙ্কা

মঞ্চেই ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভ ঝাড়লেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : মঞ্চেই রিপাবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভ ঝাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া।  তার মুসলিম বিদ্বেষী মন্তব্যের কঠোর সমালোচনা করলেন বলিউড অভিনেত্রী ও মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ানটিকো’ এই তারকা।

আমেরিকায় আসা মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করার ডাক দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের প্রার্থী হওয়ার দৌড়ে প্রায় এগিয়ে যাওয়া ধনকুবে’র বিরুদ্ধে প্রিয়াঙ্কার এ ক্ষোভ।

এ অভিনেত্রী বলেছেন, কাউকে নিষিদ্ধ করা যায় না, এটাই আমার স্পষ্ট মত।  কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে তকমা দেগে দেয়া সত্যিই আদিম বন্য মানসিকতার বহিঃপ্রকাশ।

‘টাইম’ ম্যাগাজিনে ১০০ প্রভাবশালী মানুষের তালিকায় নাম উঠেছে প্রিয়াঙ্কার।  সেই তালিকায় আছেন ট্রাম্পও।  গতকাল রাতে এক ঝলমলে অনুষ্ঠানে হাজির ছিলেন দুজনেই।

প্রিয়াঙ্কার বক্তব্য ছিল, ঘরোয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা এতই জটিল হয়ে উঠেছে যে, সেই সন্ত্রাসবাদের কোনো মুখ হয় না।

ট্রাম্পের বিরুদ্ধে শুধু প্রিয়াঙ্কাই মুখ খোলেননি, তার বিতর্কিত মন্তব্যের নিন্দা করেছেন জর্জ ক্লুনি, তার স্ত্রী আমালের মতো খ্যাতি সম্পন্ন মানুষরাও।
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে