বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৭:৩২:৫৮

'বাজরাঙ্গি ভাইজান'-এর পরিচালককে পাকিস্তানে জুতা দেখিয়ে হেনস্থা

'বাজরাঙ্গি ভাইজান'-এর পরিচালককে পাকিস্তানে জুতা দেখিয়ে হেনস্থা

বিনোদন ডেস্ক : পাকিস্তানের বিমানবন্দরে চরম হেনস্থার শিকার হলেন 'বাজরাঙ্গি ভাইজান' ছবির পরিচালক কবীর খান। বুধবার দুপুরে করাচি বিমানবন্দরে কবীর খানকে ভারত-বিরোধী স্লোগান দিতে দিতে জুতো দেখায় একদল বিক্ষোভকারী। নিরাপত্তারক্ষীদের সাহায্যে করাচি বিমানবন্দরে প্রবেশ করতে হয় তাকে।

গত বছর কবীর খান পরিচালিত দু'টি হিট ছবি মুক্তি পায়। 'ফ্যান্টম' ও 'বজরঙ্গী ভাইজান'। এরমধ্যে 'ফ্যান্টম'-এর বিষয়বস্তু পাক-বিরোধী হওয়ায় ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ছবিটিতে দেখানো হয়েছে, দানিয়াল খান নামে এক 'র' এজেন্ট ছদ্মবেশে পাকিস্তানে ঢুকে ২৬/১১ মুম্বাই সন্ত্রাসের মূল অভিযুক্ত হাফিজ সাইদকে হত্যা করছে।

কবীর খান মঙ্গলবার গিয়েছেন করাচি। এদিন করাচি সফর শেষে লাহোর যাওয়ার সময়ই 'ফ্যান্টম' নিয়ে বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়েন পরিচালক। কবীর খানকে উদ্দেশ্য করে একদল বিক্ষোভকারী বলেন, 'তোমরা যাদবকে এখানে পাঠিয়ে কয়েকশো মানুষকে হত্যা করেছ। সেই বিষয় নিয়ে কেন সিনেমা তৈরি করছ না?' প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীর সাবেক অফিসার কুলভূষণ যাদবের বিরুদ্ধে অভিযো ওঠে, ভারতের চর হিসেবে পাকিস্তানে ঢুকেছিলেন কুলভূষণ।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে