বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই আসন্ন রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছেন বলিউড তারকা সালমান খান। সানি গাওস্কর এ নির্বাচনকে সমর্থনও করেছেন মুক্ত মনে। কিন্তু উল্টো গাইলেন গৌতম গম্ভীর।
সালমান খানের বাবা সেলিম খানের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন গৌতম গম্ভীর। গম্ভীর মনে করছেন, ভারতে প্রকৃত খেলোয়াড়ের অভাব নেই কোনো। কাজেই একজন ফিল্মস্টারকে অলিম্পিকে দেশের গুডউইল অ্যাম্বাসেডার করে পাঠানো অর্থহীন।
গম্ভীরের মত হলো, বেজিং অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রাকেই দেশের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচন করা যুক্তিসম্মত ছিল।
তবে সেলিম খানের প্রতি গম্ভীরের ক্ষোভের অন্য কারণ আছে। দিন কয়েক আগে সেলিম মন্তব্য করেছিলেন, ভাগ মিলখা ভাগ ফিল্মটি তৈরি না হলে লোকে মিলখা সিং-কে ভুলেই যেত।
গম্ভীর সেই মন্তব্যকে পরোক্ষে কটাক্ষ করে বলেছেন, খেলোয়াড়দের জীবন নিয়ে বলিউডে সিনেমা তৈরি হয়, অর্থাৎ খেলোয়াড়দের ওপরেই বলিউডকে নির্ভর করতে হয়। খেলার জগৎ কিন্তু বলিউডের ওপর নির্ভর করে না।
গম্ভীর-সেলিম দ্বৈরথে বাবার পক্ষ নিয়ে সালমান খান মাঠে নামেন কিনা সেটাই দেখার বিষয়।
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম