বিনোদন ডেস্ক : ঠিক ক’জন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান? এই সংখ্যাটা বলাটা যদিও মুশকি হয়ে থাকে। তেবে কিং খানের নায়িকার তালিকা থেকে বাদ গিয়েছেন কে? এমন উত্তর অনেক সহজেই বলা সম্ভব। কারণ তিনি শাহরুখের ঘরোনী গৌরী খান।
তবে গৌরীর সঙ্গেও তিনি অভিনয় করেছিলেন? নায়ক-নায়িকার ভূমিকায়? না, তা কোনো সিনেমায় নয়। একটি বিজ্ঞাপনে শাহরুখের নায়িকা হয়েছেন গৌরী খান। তা-ও আবার মাত্র একদিনের জন্য। তবে এতে কিন্তু তাদের সম্পর্কে চিড় ধরেনি। শাহরুখ ও গৌরী খান নিঃসন্দেহে বলিউডের আদর্শ কাপ্ল।
আজ বলিউডে কান পাতলে যখন একের পর এক ব্রেক-আপের খবর শোনা যাচ্ছে চতুর্দিকে, তখন এই দু’জন অনায়াসে হয়ে উঠতে পারেন সকলের আদর্শ। গত শতকের ৯০-এর দশকে এই দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল পর্দায়। মনে আছে সেই সাবানের বিজ্ঞাপন?
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই