বিনোদন ডেস্ক : বলিউড তারকা সন্তান আবার তিনিও বলিউডেরই অভিনেতা। নাম টাইগার শ্রফ। কেমন জীবনসঙ্গীনী চান একথা প্রকাশ করতেই গর্জে উঠল সোশ্যাল মিডিয়া। বাগির নায়কের ইচ্ছে শুনে অনেকেই বলছেন, স্ত্রী নয়, কাজের লোক খুঁজছেন এই অভিনেতা। টাইগার এমন স্ত্রী চান, যিনি তার গা-হাত-পা টিপে দেবেন, রান্না করে তাকে খাওয়াবেন, ঘর-বাড়ি পরিষ্কার রাখবেন। সম্প্রতি একটি সাক্ষাত্কারে এমন জীবনসঙ্গিনীর ইচ্ছাপ্রকাশ করেছেন বাগির অভিনেতা।
কেমন জীবনসঙ্গিনী চান টাইগার শ্রফ। রেডিফ ডট কম-কে দেয়া এক সাক্ষাত্কারে এই প্রশ্নের উত্তরে টাইগার বলেছেন, 'আমি কোনো গ্রামের মেয়ে বিয়ে করতে চাই। আমি যখন বাড়ি ফিরব, তখন আমি ম্যাসাজ চাই। যাতে একটু আরাম পেতে পারি। সে অবশ্যই বাড়িতে থাকবে। বাড়ি-ঘর পরিষ্কার করবে, আমাকে রান্না করে খাওয়াবে। আমি এমন কোনো মেয়ে চাই, যে হাউসওয়াইফ টাইপের হবে।'
এই ক্রাইটেরিয়া দেখে আর যেই হন, কোনো শিক্ষিত মহিলা টাইগারকে বিয়ে করতে চাইবেন না বলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে অনেক রকমের আজেবাজে কথা বলেছেন। আজকের যুগে যেখানে মহিলারা বিশ্বজয় করছেন, সেখানে টাইগার কীভাবে তার স্ত্রীকে ঘরে বেঁধে রাখার স্বপ্ন দেখেন, সেই প্রশ্ন তুলেছেন যুক্তিবাদী মানুষেরা।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই