বিনোদন ডেস্ক : বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। সাইবার দুনিয়া জুড়ে বিতর্কিত ছবি। আর এসবের মাঝে জমিয়ে পার্টি করছেন হৃত্বিক রোশন। যেন কিছুটি হয়নি। তবে এসবের বাইরে আবার কার সঙ্গে চুটিয়ে মজা করছেন। আপনি কি কারো কথা ভাবতে পারছেন? না, কোনো মেয়ে সঙ্গে নয়। সুজানের ভাই জাহিদ খানের সঙ্গে পার্টি করছেন রোশন পুত্র। সম্প্রতি নাইট ক্লাবের একটি ছবি নায়ক পোস্ট করেছেন ট্যুইটারে।
বোনের সঙ্গে সম্পর্কে ভাঙলেও এখনো সুজানের পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে হৃত্বিকের। সম্প্রতি কঙ্গনার সঙ্গে লড়াই চলছে নায়কের। কুইনের দাবি, এক সময় হৃত্বিকের সঙ্গে প্রেম করতেন কঙ্গনা। নায়িকার এই কথায় রেগে আগুন রোশন পুত্র হৃত্বিক। মানতে নারাজ কঙ্গনার অভিযোগ। শুরু হয়, ট্যুইট যুদ্ধ। যা এখনো আইনের ঘেরাটোপে।
এদিকে পিরিয়ড মুভি ‘মহেঞ্জোদারো’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন নায়ক। এর পরই শুরু হবে ‘কাবালি’ ছবির শুটিং। যে ছবিতে রয়েছেন সানি লিওন। তবে আইটেম ডান্সার নাকি অন্য কোনো চরিত্রে সেই সম্পর্কে এখনো কিছু জানানি ছবির নির্মাতারা। তবে বলিউড পাড়ার খবর, এবার আইটেম গার্ল নয়। ‘কাবালি’ ছবিতে ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এক সময়ের এই বিতর্কিত তারকাকে।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই