বিনোদন ডেস্ক : হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের সম্পর্কের তিক্ততা এখন বলিউড পাড়া থেকে আদালতের দরজায় গিয়ে ওঠেছে। মিডিয়াতে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করছেন তারকারা। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যে অপ্রত্যাশিতভাবেই সাবেক স্ত্রী সুজান খানকে পাশে পেলেন বলিউড নায়ক হৃত্বিক রোশন।
২০১৪-তে তাদের বিচ্ছেদ হওয়ার পর এতদিন নীরব ছিলেন সুজান। তবে তিনি হৃত্বিকের সমর্থনে ট্যুইটারে বলেছেন, অনলাইনে কঙ্গনার সঙ্গে তার ‘কাইট’ ছবির সহ-অভিনেতা হৃত্বিকের আলিঙ্গনাবদ্ধ যে ছবি দেখা যাচ্ছে সেটি আসল নয়। ফটোশপে বদল করা ছবি এবং অসত্য ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিতর্কে তিনি হৃত্বিকের পাশে আছেন।
এর দুদিন আগে কোন তথ্য না দিয়ে সুজান একটি মজার টুইট করেছিলেন। কয়েক দিন আগে মুম্বাইয়ের একটি দৈনিক সুজানকে এই বিষয়ে কী ভাবছেন তা নিয়ে এক খবর করে। সেই দৈনিককে ট্যাগ করে সুজান টুইট করেছিলেন, ‘আপনারা জানতে চেয়েছিলেন আমি কী ভাবছি। আমি দুঃখিত, সেটা আপনাদের বলবো না। আপনারা নিজেদের মতো করে গেস করুন।’
২৮ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস