বিনোদন ডেস্ক : অভিনয় আর গান, দুই মাধ্যমেই ব্যাপক জনিপ্রয় তাহসান। একের পর এক দারুণ সব নাটক উপহার দিচ্ছেন তিনি দর্শকদের। তার অভিনয়শৈলিতে বুঁদ হচ্ছেন ভক্ত অনুরাগিরা। আবার একইভাবে গানে গানে অনেক আগের থেকেই কোটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন তিনি।
এদিকে বলা যায় গতবছরের ছোটপর্দাটা ছিলো তাহসানের দখলে। একটার পর একটা নাটক উপহার দিয়েছেন। টাইট সিডিউল মেইনটেইন করেছেন। রুটিন করে সকাল-সন্ধ্যা শর্ট দিয়েছেন। গত ভালোবাসা দিবসে সর্বোচ্চ সংখ্যক নাটকে দেখা গেছে তাকে।
এরমধ্যে নাটকের ব্যস্ততায় গানে খুব বেশি সময় দিতে পারেননি তিনি। তাই অভিনয়টা কমিয়ে এখন গানে মনোযোগ দিয়েছেন তিনি। শুরু করেছেন নতুন প্রজেক্ট। দেশজুড়ে থাকছে ‘তাহসান অ্যান্ড দ্যা ব্যান্ড’। ছয়টি শহরে কনসার্ট করছে দলটি।
শুরুটা কুমিল্লা থেকে। ২৮ এপ্রিল শহরটির শিল্পকলা একাডেমীতে গান পরিবেশন করবে তাহসান ও তার দল। অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটায়। টিকিটের দাম ৩০০ ও ৫০০ টাকা। কুমিল্লার পর পর্যায়ক্রমে খুলনা, রংপুর, চিটাগাং, বরিশাল ও সিলেটে কনসার্টে অংশ নেবেন।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন