বিনোদন ডেস্ক : শামীম আহহেম রনির নির্মাণে ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করবেন অপু বিশ্বাস। এতদিন এমন খবরই শোনা গিয়েছে। কিন্তু হঠাৎ করেই এই ছবি থেকে সরে দাঁড়ালেন অপু বিশ্বাস! কিন্তু কেন তার এমন সিদ্ধান্ত? এ নিয়ে চলছে নানা জল্পনা।
এদিকে নির্মাতা রনি অপুর এই সরে যাওয়ার ব্যাপারে তার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সম্পর্কটা নায়িকা-পরিচালকের না, সম্পর্কটা ভাই-বোনের। তিনি আমাকে স্নেহও করেন, ভালোওবাসেন, আবার শাসনও করেন ভুল করলে বা দেখলে। আমার দ্বিতীয় ছবি বসগিরির জন্য চুক্তিবদ্ধও করেছিলাম গতবছর। আমাদের অনেক পরিকল্পনাও ছিলো দিদিকে নিয়ে। নতুন লুকে আনবো দর্শকদের সামনে,এটা ছিল আমার চ্যালেঞ্জ। দিদিও নিয়েছিলেন চ্যালেঞ্জটা। কঠোর পরিশ্রম শুরু করেছিলেন বসগিরির জন্য। কিন্তু সময়ের ফাঁদে আটকা পড়ে গেলাম। শাকিব ভাই হঠাৎ’ই শ্যুটিং শিডিউল এগিয়ে আনাতে দিদি পড়ে গেলেন জটিলতায়। আজ ডেকে নিয়ে তাই বললেন,‘ছবিটিতে আমাকে রেখো না ভাই। কারন এতো অল্প সময়ে নিজের নতুন রূপে আসতে পারবো না আমি। ভালো একটি কাজের স্বার্থেই অন্য কাউকে নিয়ে কাজটি শুরু করো।’
এদিকে কি কারণে ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস! এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন, শাকিব খান নির্ভর এই নায়িকার সাথে শাকিব খানের একটা ভালো সম্পর্ক রয়েছে। সম্ভবত তাদের সম্পর্কের মধ্যে কোন রকম টানোপোড়ন চলছে, যার জন্য তিনি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন।
অন্যদিকে শাকিবের বিপরীতে ছবি ছেড়ে দেওয়াকে কিছুতেই স্বাভাবিকভাবে মানতে পারছেন না চলচ্চিত্র সংশ্লিস্টরা। ঘন ঘন অন্য নায়িকার হাত ধরছেন শাকিব। এতে কি অভিমান জমেছে অপুর? নাকি ভাঙন ধরছে অঘোষিত যুগল শাকিব-অপুর? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে।
উল্লেখ্য, পূর্বসিদ্ধান্ত অনুযায়ী ৫ তারিখ থেকেই শুরু হচ্ছে চলচ্চিত্রটির শুটিং, এতে যোগ দিচ্ছেন শাকিব খান। শাকিব খান বর্তমানে কলকাতায় আছেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’র শুটিংয়ে। সেখান থেকে ফিরেই অংশ নিবেন ‘বসগিরি’তে।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন