বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খান এমনিতে খুব বেছে বেছে কাজ করেন। যার কারণে বছরে একটির বেশি তার কোন ছবি মুক্তি পায় না। এরমধ্যে এ বছরের শেষের দিকে অর্থাৎ বড়দিন উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে তার আগামী ছবি ‘দঙ্গল’।
সর্বশেষ আমির খান অভিনীত ‘পিকে’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের শুরু দিকে। অর্থাৎ প্রায় দুই বছরের কাছাকাছি সময়ে তার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। যার ফলে আমির খানের ‘দঙ্গল’ ছবিটি নিয়ে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে তার ভক্ত অনুরাগিসহ সিনেমাপ্রেমীদের মাঝেও।
এদিকে ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার আগেই নতুন আরেকটি ছবির কাজে হাত দিতে যাচ্ছেন আমির খান। তার প্রাক্তন ম্যানেজার অদ্বৈত চন্দনের প্রথম ছবিতে অভিনয় করার কথা রয়েছে আমির খানের। পাঁচ বছর আমিরের সঙ্গে কাজ করেছেন অদ্বৈত। তার আগে কিরণ রাওয়ের সঙ্গেও কাজ করেছেন।
আপাতত অদ্বৈত চিত্রনাট্য নিয়ে ব্যস্ত। তার খানিকটা আমিরকে শোনাতে বেশ মনে ধরেছে তারও। ‘আমির খান প্রোডাকশন্স’এর ব্যানারেই তৈরি হবে ছবি। যদিও ঘনিষ্ঠমহল বলছে, অদ্বৈতকে এক রকম সাহায্য করতেই রাজি হয়ে গিয়েছেন আমির।
শোনা গেছে, ছবির গল্প এক কিশোরীকে নিয়ে, যে স্বপ্ন দেখে গায়িকা হওয়ার। সেই চরিত্রের জন্য গান জানে এমন মেয়ের খোঁজ করছেন অদ্বৈত। সব ঠিকঠাক চললে এই বছরের শেষের দিকে শুরু হবে শ্যুটিং।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন