বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৫:২৮:২৭

পথে পথে ভিক্ষা করে পেট চালান যে নায়িকা

পথে পথে ভিক্ষা করে পেট চালান যে নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয় করার সুযোগ পাওয়া যেমন ভাগ্যের তেমনি টিকে থাকাটাও বড় চ্যালেঞ্জ।  ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ক্যারিয়ার গড়তে ব্যর্থ হয়ে আজ পথে পথে ভিক্ষা করে বেড়ান তিনি।  

জানা গেছে, মিতালি শর্মা নামের এই অভিনেত্রী নায়িকা হবার স্বপ্ন নিয়ে বাবা ও মায়ের অমতেই নাম লিখিয়েছিলেন বলিউডে।  একসময়ের এই গ্ল্যামার গার্ল চ্যালেঞ্জে হেরে যান।  তিনি যখন বুঝতে পারলেন তাকে দিয়ে আর অভিনয় হবে না তখন ফিরে যেতে চাইলেন।

কিন্তু কোথায় ফিরবেন ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না। তাকে আশ্রয় দিতে নারাজ তার বাবা-মা।  উপায়ন্ত না পেয়ে শেষপর্যন্ত পথেই জায়গা খুঁজে নেন তিনি।  সম্প্রতি ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এ নায়িকা।  তখনই প্রকাশ্যে চলে আসে।  খাবার চোর একসময়ের যে জনপ্রিয় নায়িকা ছিলেন! এ খবরে হৈ চৈ পড়ে যায় বলিউডজুড়ে।

আনন্দবাজারের বরাতে জানা গেছে, মিতালি শর্মা দিল্লির বাসিন্দা ছিলেন।  মডেল হিসেবে বেশ সুনামও কুড়িয়েছিলেন।  অভিনয় করেন বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতেও।  এ কারণে বাবা-মা’র সঙ্গে সম্পর্কে ছেদ ঘটে।  কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তিনি।

তার ছবিগুলো ফ্লপ হলে দীর্ঘদিন ধরেই কাজ খুঁজে পাচ্ছিলেন না।  তাই মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় রাস্তায় ভিক্ষা করে পেট চালাতেন।  সম্প্রতি ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি।  তখনই জানা গেল নায়িকার জীবনের করুণ পরিণতির অজানা গল্প!

শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাইয়ের ওশিওয়াড়ার একটি হাউজিং সোসাইটির কাছে গাড়ির কাচ ভেঙে চুরির চেষ্টা চালানোর সময় পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে।  বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে মানসিক হাসপাতাল আছেন তিনি।  

এ খবর সর্বত্র প্রকাশ হলেও মিতালির খোঁজ নিতে আসেননি তার পরিবার-পরিজন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।  
২৮, এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে