বিনোদন ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় হাইকোর্টের নির্দেশে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন মডেল অভিনেত্রী ঈশানা।
বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতের বিচারক মো. মারুফ হোসেন দশ হাজার টাকার মুচলেকায় ঈশানার জামিন মঞ্জুর করেন।
এ মামলায় গত ৩ এপ্রিল হাইকোর্ট থেকে ফৌজদারি বিবিধ মামলা নং ১২৬৭৭/১৬ মোতাবেক চার সপ্তাহের জামিন পান তিনি।
গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী প্রযোজক অভিনেতা প্রেম মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে আদালতে একটি মানহানি মামলা করেন। গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন তিনি।
মামলার এজাহার থেকে জানা যায়, শুটিং সেটে তার অনুপস্থিতে ইশানা তাকে গালাগালি করেছেন, সাথে তার নিজস্ব ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোষ্ট করেন, তাতে বাদীর সুনামহানিসহ সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে। এরই প্রেক্ষিতে মামলাটি দায়ের করেন তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারষ্টার প্রথম রানার আপ হয়েছিলেন মৌনিতা খান ঈশানা।
২৮, এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম