বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৮:৫৭:১৪

সেজন্য চিৎকার করার দরকার নেই : সানি লিওন

সেজন্য চিৎকার করার দরকার নেই : সানি লিওন

বিনোদন ডেস্ক : নারীদের শক্তভাবে নিজেদের মনোভাব তুলে ধরার আহ্বান জানিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন।  আসন্ন সিনেমা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর প্রচারণায় নয়াদিল্লিতে এ কথা বলেন তিনি।
 
নারী ক্ষমতায়ন ও নারীর স্বাধীনতা অর্জনের জন্য ছোট ছোট বিষয়ে নিজে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা অর্জন প্রয়োজন বলেও মনে করেন সানি লিওন।

তিনি বলেন, নারীদের বলা উচিত নিজের আওয়াজ তুলে ধরতে।  তবে সেজন্য চিৎকার, লড়াই কিংবা মারামারি করার দরকার নেই, প্রয়োজন শুধু নিজের অবস্থানটা ধরে রাখা।
 
কীভাবে সেটা করতে হবে সেটা ব্যাখ্যা করতে গিয়ে সানি লিওন বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে আমি ঠিক করলাম যে, এটা করবো।  এটার শুরু ছোট ছোট সিদ্ধান্ত নেয়ার মধ্যে।  আপনাদের অবশ্যই প্রেমিক অথবা স্বামীকে বলতে হবে যে, আজকে আমি থালা-বাসন পরিষ্কার করবো না- তুমি করতে পারো।

যেভাবে আমার মা-বাবা নিজেদের দায়িত্ব ভাগাভাগি পালন করেছেন বলে মন্তব্য করেন এই নায়িকা।
 
জেসমিন মোসেস ডিসুজার পরিচালনায় সানি লিওন অভিনীত থ্রিলার ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ মুক্তি পাবে আগামী ৬ মে।  সূ্ত্র : হিন্দুস্তান টাইমস
২৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে