বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই খবর এখন আর কারোই অজানা নয়। আর বর হলেন বলিউডের নায়ক করণ সিং গ্রোভার। তবে তাদের বিয়েতে তেমন কোনো অনুষ্ঠান হবে না বলেই জানা যায়। কিন্তু বিয়ের দিন তো বউয়ের জন্য একটি পোশাক থাকবেই, কিন্তু সেই পোশাকটি কেমন হবে এই নিয়ে জল্পনার শেষ নেই বিপাশা ভক্তদের মাঝে।
বিয়েতে কী পোশাক পরবেন বিপাশা? শাড়ী না লেহেঙ্গা? তার রং কেমন হবে? যদিও সরার জানা রয়েছে বিপাশার পছন্দের রং গোলাপি। তারপরও করণের পছন্দ কেমন সেই কথাতো আর কারো জানা নেই। আর তাই পোশাকের একটি ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করলেন ড্যানি পান্ডে? খোলসা করে তিনি কিছু না লিখলেও এমনটা যে হতে পারে তা মনে করছে অনেকেই।
ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ড্যানি লিখেছেন, শোনা গিয়েছিল, বিয়েতে বিপাশা নাকি বাঙালিদের ট্র্যাডিশনাল আউটফিটই পরবেন। সাজবেন একেবারে বাঙালি বধূর মতোই। ড্যানি যে আউটফিটের ছবি দিয়েছেন সেটি লাল ও সাদার কম্বিনেশনে তৈরি। আছে সোনালি রঙের কারুকাজও।
আগামীকাল বিপাশার মেহেন্দির অনুষ্ঠান। বিয়ে, পরশু।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই