বিনোদন ডেস্ক : উদয় চোপড়ার সঙ্গে নাকি নিয়মিত ডেট করতেন নার্গিস ফখরি। তারপর নাকি তাদের ব্রেক-আপ হয়। কথাটা বহুদিন ধরেই বলিউডে শোনা যায়। আবার এও শোনা যায়, এখনো নাকি সম্পর্কে আছেন তারা। কিন্তু উদয় বা নার্গিস, কেউই এ বিষয়ে কখনো কিছু বলেননি। কিন্তু এবার যখন সরাসরি নার্গিসকে বিষয়টি নিয়ে জিজ্ঞাস করা হলো, তখন আর চুপ থাকতে পারলেন না তিনি। বললেন, উদয় চোপড়া তার জীবনের একটা অংশ। তিনি এও চান, সেটা সারাজীবন থাকুক।
একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নার্গিস বলেছেন, “উদয় চোপড়া এমন এক ব্যক্তি যে সারাজীবন আমার জীবনের অংশ হয়ে থাকবে। ভারত ও ভারতের বাইরে আমি একদিন যাদের সঙ্গে মিশেছি, তাদের মধ্যে ও অসাধারাণ। যদি কেউ ওকে বন্ধু হিসেবে পায়, বলতে হবে সে খুব ভাগ্যবান।”
তবে কি নার্গিস সিঙ্গল? “অবশ্যই”, জানিয়েছেন তিনি। তারপর এও বলেছেন, তাই বলে যেন কেই তাকে ডেটে নিয়ে যাওয়ার কথা জিজ্ঞাসা না করে। এ দেশে তো সবাই ডেটিং নিয়ে কথা বলে। কিন্তু ডেটিংয়ের বিষয়টা ভালোভাবে জানে না কেউই।
নার্গিস অভিনীত 'আজ়হার' সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ মে। তারপর ৩ জুন আসছে 'হাউজ়ফুল-৩'। সেখানে অভিষেক বচ্চনের বিপরীতে দেখা যাবে তাকে।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই