বিনোদন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এবার এক ছাতার তলায় ধরা দিতে চলেছেন বলিউডের তিন খান। ভারতে বিজিবি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে নরেন্দ্র মোদি যে মেগা ইভেন্টের আয়োজন করেছেন, সেখানেই আমন্ত্রিতের তালিকায় রয়েছে বলিউডের তিন খান আমির, শাহরুখ ও সালমান খানের নাম।
২৬ মার্চ ইন্ডিয়া গেটে ধূমধাম করে পালিত হবে নরেন্দ্র মোদির সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। আট ঘণ্টার সেই অনুষ্ঠানের নাম দেয়ার হয়েছে 'জরা মুস্কুরা দো'। মোদি সরকারের সাফল্যের বিভিন্ন দিক বেশকয়েকটি শর্টফিল্মের মাধ্যমে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সরকারের এই গ্র্যান্ড ইভেন্টে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বলিউডের নামীদামি তারকারা। আমন্ত্রণ জানানো হয়েছে আমির খান, শাহরুখ খান ও সালমান খানকে। ইতোমধ্যেই আমন্ত্রিতদের আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রালয়। সরকারের এই মেগা ইভেন্টে প্রায় ৬০,০০০ মানুষের জন্য আয়োজন করা হবে বলে আশা করা হচ্ছে।
মোদি সরকারের দু'বছর পূর্তি উত্সব পালন অনুষ্ঠানের সূচনা হবে বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের হাতে। উপস্থিত থাকবেন স্বচ্ছ ভারত অভিযান, ডিজিটাল ইন্ডিয়ার মতো বিভিন্ন প্রকল্পের সেলিব্রিটি অ্যাম্বাসেডররা। আমন্ত্রিতের তালিকায় রয়েছে এআর রহমান, অজয় দেবগণ, রীতেশ দেশমুখ, রাজকুমার হিরানি ও সাইনা নেহওয়ালের মতো নানা তারকা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশন চ্যানেলে।
অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনায় কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর নেতৃত্বে একটি মন্ত্রিগোষ্ঠী তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। গত বছরও সরকারের এক বছর পূর্তিতে মোদির জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল, 'সাল এক, শুরুয়াত অনেক'।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই