বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১১:০৪:২৪

ভেঙে যাওয়া সম্পর্ক আবার জােড়া লাগিয়ে দিল ‘ওকে জানু’!

ভেঙে যাওয়া সম্পর্ক আবার জােড়া লাগিয়ে দিল ‘ওকে জানু’!

বিনোদন ডেস্ক : বলিউডের চতুর্দিকে ভাঙনের সুর। ২০১৬ সাল শুরুই হয়েছে বাঙন দিয়ে, তাই এখনো সেই ভাঙনের হাওয়া বিরজমান। একের পর এক সম্পর্ক ভাঙছে। এঁদের সম্পর্কও ভেঙেছিল। কিন্তু শেষ পর্যন্ত আবার তারা ফিরে এলেন তাদের পুরোনো স্মৃতিতে।

যদি বিভিন্ন সূত্রের দাবি সঠিক বলে ধরে নেয়া যায়, তা হলে ধরে নেয়া যায় যে, শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুরের সম্পর্ক আবার জোড়া লেগেছে। শোনা যাচ্ছে, একটি ছবির শ্যুটিংয়ের সেটে তাদের সেই ঘনিষ্ঠতা দেখা গিয়েছে।

‘আশিকি ২’-এর পরে দু’জনের সম্পর্ক ভেঙে গিয়েছিল। এর পরে প্রচুর ঝড় বয়ে গিয়েছে তাদের ব্যক্তিগত জীবনে। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন একে অপরের থেকে। সম্প্রতি ‘ওকে জানু’-র সেটে ফের মুখোমুখি হন দু’জন। আর সেখানেই সব ভুল বোঝাবুঝি অবসান হয়ে যায়। আগের সম্পর্কে ফিরে যান তারা দু'জন।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে