শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৮:২৯:৪৭

নির্মাতার ইচ্ছে পুরণ করলেন না ক্যাটরিনা, মন খারাপ রণবীরের

নির্মাতার ইচ্ছে পুরণ করলেন না ক্যাটরিনা, মন খারাপ রণবীরের

বিনোদন ডেস্ক : ব্যাপারটা অনেকটা গোলমেলে। মানে আশাভঙ্গের ব্যাপার। নির্মাতা, অভিনেতা আর অভিনেত্রী, এই তিনজনই নিজ নিজ অবস্থান থেকে আশাহত হয়েছেন। তবে এ আশাহতের ঘটনায় খুব মন খারাপ রণবীর কাপুর ও নির্মাতা করণ জোহরের।

সূত্র বলছে, ক্যাটরিনার জন্য করণ আর করণের জন্য রণবীর আশাহত হয়েছেন। কথা ছিল, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‌‘সুপারহিরো’ ছবিতে লগ্নি করবেন করণ জোহর। আর এতে অভিনয় করবেন রণবীর কাপুর। এ নিয়ে খুবই আশাবাদী ছিলেন রণবীর। কিন্তু এ ছবিটি আর হচ্ছে না!

‘সুপারহিরো’ ছবিতে করণ জোাহর টাকা ঢালতে রাজি নন! তিনি জানিয়েছেন, হলিউডে এই জাতীয় ছবি প্রচুর হয়। তাই বলিউডে এই ছবি ভাল ব্যবসা করতে পারবে না। সুতরাং ছবিটা নিয়ে কোনও আগ্রহ নেই তার।

এদিকে ‘সুপারহিরো’ ছবিটি নিয়ে দারুণ উৎসাহি ছিলেন রণবীর কাপুর। কিন্তু শেষতক তার আশায় জল ঢেলে দিলেন করণ! আর এ্ নিয়ে মন খারাপ রণবীরের।

অন্যদিকে আবার করণের ইচ্ছে পূরণ করলেন না ক্যাটরিনা কাইফ। করণের প্রযোজিত পরবর্তী ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য ক্যাটরিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ডেট না থাকায় ক্যাটরিনা রাজি হননি। শেষে তরুণ মনসুখানি পরিচালিত এই ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে জ্যাকলিন ফার্নান্ডেজকে ঠিক করা হয়।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে