শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০৪:১৬

১০১ কোটি টাকা দাবী করে শাহরুখের বিরুদ্ধে মামলা

১০১ কোটি টাকা দাবী করে শাহরুখের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতের গ্যাংস্টার আব্দুল লতিফের ছেলে মুস্তাক মানহানির অভিযোগ এনে ১০১ কোটি টাকা ক্ষতিপুরণ চেয় ওই মামলা করেন।

জানা গেছে, শাহরুখ খানের পরবর্তী ছবি ‘রইস’। যদিও এ ছবিটি বায়োপিক বলে গোষণা দেয়া হয়নি। তারপরও এটি একটি বায়োপিক, বলাই যায়। শোনা যাচ্ছে, ছবির মূল চরিত্রটি গ্যাংস্টার আবদুল লতিফকে মাথায় রেখেই তৈরি করা। এছাড়া ছবির গল্প লতিফের জীবনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে।

সেই আবদুল লতিফের ছেলে, মুস্তাক আহমেদ হঠাৎ মানহানির মামলা করে বসেছেন শাহরুখ খানের বিরুদ্ধে। তাও আবার ১০১ কোটি টাকার মামলা। মুস্তাকের বক্তব্য, ছবিতে তাঁর বাবার ‘ইমেজ’কে কলুষিত করা হয়েছে, বিশেষ করে ছবির দ্বিতীয় অর্ধে।

মুস্তাকের দাবি, এতে তার পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তার মূল্য চোকাতে হবে শাহরুখ খানকে। এই নিয়ে রেড চিলিজ এনটারটেনমেন্টের পক্ষ থেকে জবাবি বিবৃতি ফাইল করা হবে ১১ মে। তাই আদালতের রায় জানতে এখন অনেক দেরি।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে