শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৩:৪৫:০০

আমির খানের ‌ফিরিয়ে দেওয়া ছবিতেই হিট হয়েছেন শাহরুখ ও সালমান!

আমির খানের ‌ফিরিয়ে দেওয়া ছবিতেই হিট হয়েছেন শাহরুখ ও সালমান!

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ ছবি করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকেন। তিনি ছবি বাছাইয়ের ব্যাপার অত্যন্ত সতর্ক। যা তার ভালো না লাগে, তা অনায়াসে ফিরিয়ে দেন। আবার বছরে একটির বেশি ছবিও করেন না।

তিনি নাকি চ্যালেঞ্জিং রোল ছাড়া কোন ছবিতেই হাত দেন না। কিন্তু এই খুঁত খুঁত করতে গিয়ে কি আমির খান তার কেরিয়ারে বিরাট বিরাট ঘ্যামকেলো করে বসে রয়েছেন? আমিরের কেরিয়ারে হিটের সংখ্যা কম নয়। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেন, তিনি আরও বেশি সংখ্যক বাণিজ্যসফল ছবি কি তিনি করতে পারতেন না?

ইধার-উধার করে যদি একটু বলিউডি পরিসংখ্যানে ঝাঁক মারা যায়, তা হলে দেখা যাবে সাম্প্রতিক কালে আমিরই সেই অভিনেতা, যিনি সবথেকে বেশি রোল প্রত্যাখ্যান করেছেন। কিন্তু মজার ব্যাপার এই যে, তার প্রত্যাখ্যাত রোলগুলিতে সফল হয়েছেন সালমান, শাহরুখ, অনিল কাপুররা। তাহলে আসুন একটু দেখে নেয়া যাক সেসব ছবির নামগুলো।

১। ‘হম আপকে হ্যায় কওন’ (১৯৯৪)। আমির বাতিল করেন এই ছবির অফার। সালমান বদলি হিসেবে আসেন। তার পরে যা ঘটে তা সকলেই জানেন। ২। ‘ডর’ (১৯৯৩)-এ আমির প্রত্যাখ্যান করেন হিরোর রোল। শাহরুখের বিজয় শুরু এই ছবি দিয়েই।

৩। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিল তো পাগল হ্যায়’(১৯৯৭), ‘মহব্বতেঁ’ ( ২০০০), ‘স্বদেশ’ (২০০৪), ‘জোশ’ (২০০০০)— সবই একে একে প্রত্যাখ্যান করেন আমির। আর প্রত্যকটিতেই সফল হন শাহরুখ। বলিউডের ‘খান-রেস’-এ পিছিয় পড়তে থাকেন আমির।

৪। আমিরের অন্যতম ব্লান্ডার সম্ভবত ‘১৯৪২, আ লাভ স্টোরি’(১৯৯৪)-তে নায়কের রোলটি ফিরিয়ে দেওয়া। বিধুবিনোদের এই ছবিতে পুনর্জন্ম হয় অনিল কপূরের। ৫। আমির ফিরিয়ে দিয়েছিলেন ‘নায়ক’ (২০০১)-এর ভূমিকাও। তাতেও অনিলই লাভবান হন।

৬। শেষ কাণ্ড ‘বাজরাঙ্গি ভাইজান’(২০১৫)-এর রোল ফেরানো। পরে অবশ্য সালমানের প্রসংশায় পঞ্চমুখ হয়েছেন আমির। কিন্তু তাতে কি আর হাত থেকে বেরিয়ে যাওয়া তাস ফিরে আসে?
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে