শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৪:১০:৪৮

একবার, দু’বার নয়, পরপর নয়বার! শাহরুখের সামনে কি করলেন সানি লিওন?

একবার, দু’বার নয়, পরপর নয়বার! শাহরুখের সামনে কি করলেন সানি লিওন?

বিনোদন ডেস্ক : একেবারে শাহরুখ খানের সামনেই! একবার নয়, দু’বার নয়। পরপর ৯ বার! ঠিক কী করেছিলেন সানি লিওন? জ্বি না! শুরুতেই আপনাকে হতাশ করে দেওয়া যাক। শিরোনাম পড়ে যা ভেবেছেন, তেমন কিছু ঘটেনি।

বিষয়টি বেশ ছোট। ‘রইস’-এ একটি গানে শাহরুখের সঙ্গে সানি নাচবেন, সেটা পুরনো খবর। নতুন খবর হল, সানি লিওনের শ্যুটিং-এর সময়ে সেটে আসতেন বাদশা। সানি জানিয়েছেন, বাদশাকে সেটে দেখে তিনি এতটাই নার্ভাস হয়ে পড়েছিলেন যে, একটি দৃশ্য ন’বার রি-টেক করতে হয়েছে। ‘‘কুরবানি’’ ছবির ‘‘লায়লা ও লায়লা’’ গানটি ব্যবহার করা হচ্ছে ‘‘রইস’’-এ।

সানি এ-ও বলেছেন যে, শাহরুখের সঙ্গে অভিনয়ের স্বপ্ন তিনি বরাবর দেখতেন। আর সেই স্বপ্ন সত্যি হওয়ার পরেও তার বিশ্বাসই হচ্ছে না। বরং বাস্তব তাকে আরও আবেগপ্রবণ করে দিয়েছে। সানির স্বীকারোক্তি, ‘‘শাহরুখের সামনে অভিনয় করতেই লজ্জা করছিল।’’ শ্যুটিং শেষ হয়ে গেলেও, সানির ঘোর কাটছে না।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে