বিনোদন ডেস্ক : বন্ধুপ্রীতি, কথার দাম এসব রাখতে গিয়েই পিছিয়ে গিয়েছে শাহরুখ খানের ‘রইস’ সিনেমার মুক্তির দিন। তবে এবার অশনির ছায়া ‘রইস’ উপর। সম্প্রতি এছবির মুক্তির উপর আদালতে নিষেধাজ্ঞা জারির আর্জি জানাল মুস্তাক আহমেদ। ছবি মুক্তির পাশাপাশি ‘রইস’এর পোস্টার ও সবরকম প্রচার মাধ্যমের উপরও নিষেধাজ্ঞা জারির দাবী জানিয়েছেন মুস্তাক আহমেদ।
কেন এই মুস্তাক আহমেদ? গুজরাটের গ্যাংস্টার আব্দুল লতিফের কাহানি তুলে ধরা হয়েছে ‘রইস’ ছবিতে। নাম ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। আর আব্দুল লতিফের ছেলে মুস্তক আহমেদ। মুস্তাকের অভিযোগ, “রইস’ ছবিতে এমন কিছু দৃশ্য ও সংলাপ আছে, যা তার বাবার সম্মানহানি করছে”। এই দাবীর ভিত্তিতে পরিচালক, প্রযোজক সহ নায়কের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠান আব্দুল লতিফের ছেলে।
রেড চিলি ও এক্সেল এন্টারটেইনমেন্ট অর্থাৎ শাহরুখ ও করণ জোহারের যৌথ উদ্যোগে তৈরি ‘রইস’। এই দুই প্রডাকশনকে ১১ মে তারিখের মধ্যে মুস্তাকের নোটিশের জবাব দিতে বলেছে আদালত।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই